Wellcome to National Portal
Main Comtent Skiped

সিটিজেন চার্টার

 

 

কার্যক্রম

সেবা গ্রহীতা

সেবা প্রাপ্তির সময়সীমা

সেবা

দানকারী

কর্তৃপক্ষ

০১.

 

 

 

 

 

 

 

 

 

০২.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

০৩.

 

 

 

০৪.

০৫.

 

০৬.

 

০৭.

 

 

০৮.

০৯.

১০.

 

 

১১.

প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য বিনামূল্যে বিভিন্ন ধরনের চিকিৎসা সুবিধা প্রদান করা হবে

যেমনঃ

     (ক) ফিজিও থেরাপিসুবিধা                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                

    (খ) অকুপেশনাল থেরাপি  সুবিধা

    (গ) স্পিচ এন্ড লেংগুয়েজ থেরাপিসুবিধা   

     এবং বিভিন্ন ধরনের থেরাপিসুবিধা প্রদান করা হবে।

     এছাড়াও বাথ, ব্যাথা ও প্যারালাইসিস/স্ট্রোক রোগীদের চিকিৎসা সুবিধা প্রদান করা হয়।

ধরনঅনুযায়ী প্রতিবন্ধীদেরমধ্যে বিনামূল্যে বিভিন্ন ধরনের সহায়ক উপকরণপ্রদান করা হবে ।

  যেমনঃ

     (ক) আর্টিফিসিয়াল লিম্ব(Artificial Limb)

(খ) হুইল চেয়ার(Wheel Chair)

(গ) স্ট্যান্ডিং ফ্রেম(Standing Frame)

(ঘ) ক্র্যাচ(Crutch)

(ঙ) হেয়ারিং এইড(Hearing Aid)

(চ) সাদা ছড়ি(White Cane)

(ছ)দৃষ্টি প্রতিবন্ধীদেরমধ্যে চশমা 

   এবং অন্যান্য সহায়ক উপকরণ বিনামূল্যে বিতরণ ও উক্ত সামগ্রী গুলো মেরামতের এবং রক্ষণাবেক্ষণের সু-ব্যবস্থা

       আছে।

 প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য মনোরম পরিবেশে লাইব্রেরীরসুবিধা প্রদান এবং দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য ব্রেইল বইয়ের

     সু-ব্যবস্থা আছে।

প্রতিবন্ধী ব্যক্তিদের সর্বপ্রকার তথ্য উপাত্ত সংগ্রহ ও সংরক্ষণেরব্যবস্থা আছে।

 প্রতিবন্ধী ব্যক্তিদেরকে আধুনিক তথ্য-প্রযুক্তির সাথে পরিচিত প্রদান এবং ইন্টারনেটব্যবহারের সুবিধা প্রদান করাহবে ।

প্রতিবন্ধী ব্যক্তিদের বিভিন্ন ধরণের অসুবিধার জন্য ওয়ান স্টপসেবা সুবিধা প্রদান করা হবে।

 প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য শিক্ষামূলক বিনোদনের  সু-ব্যবস্থা রয়েছে।

 কাউন্সেলিংএর ব্যবস্থা করা আছে।

  আত্ম-কর্মসংস্থানেরব্যবস্থা করা হবে।

  প্রতিবন্ধী ব্যক্তিদেরকে  আর্থিকভাবেস্বাবলম্বী করা  এবং তাদের জীবনযাত্রার মান উন্নয়নে সহায়তা করা

      হবে।

 অটিজমেআক্রান্ত শিশুদের ব্রেনের স্বাভাবিক বিকাশে সহায়তা করা হয়।

 

সকল ধরনের প্রতিবন্ধী

ওয়ান স্টপ সার্ভিস

প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র, বরুড়া, কুমিলা।